কিছু মাস আগেই শেষ হয়েছে কৌন বানেগা ক্রোড়পতি সর্বশেষ সিজন। এবার শুরু হতে চলেছে নতুন সিজন। সোনি এন্টারটেইনমেন্ট-এর তরফ থেকে যে ভিডিয়♒ো পোস্ট করা হয়েছে, তা থেকে জানা গেছে খুব শীঘ্রই আসতে চলেছে কৌন বানেগা ক্রোড়পতির আগামী সিজন।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, পেটের ব্যথায় কাবু অমিতাভ। ডাক্তার এসেছে চি🅺কিৎসা করতে চাইলে অমিতাভ বলেন, ‘আমি উল্টোপাল্টা কিছু খাইনি বরং একটা কথা বলতে পারছি না বলে পেটে ব্যথা করছে।’ ডাক্তার জিজ্ঞাসা করায় অভিনেতা প্রথমে কিছু বলতে যান কিন্তু তারপরে আবার চুপ করে যান।
আরও পড়ুন: বন্ধ হয়ে গ💛েল ‘দ্যা দিল্লি ফাইলস’ - এর শ্যুটিং, ক্ষুব্ধ বিবেক বললেন,'𓆏অসম্ভব!'
আরও পড়ুন: ဣকেশরী চ্যাপ্টার ২ দেখে আপ্লুত রানা দাগ্গুবতি, বললেন, 'এমন সিনেমা 🌳সব ভাষায়...'
অ💧মিতাভ কিছু বলছেন না দেখে ডাক্তার 🌟রাগ করেন তখন অমিতাভ বলেন, ‘আচ্ছা ঠিক আছে ছোট ছোট করে বলছি। ১৪ এপ্রিল ঠিক রাত ৯ টা থেকে শুরু হতে চলেছে রেজিস্ট্রেশন। আসতে চলেছে কৌন বানেগা ক্রোড়পতি। প্রশ্নের উত্তর দিলেই পাওয়া যাবে হট সিটে বসার সুযোগ।’
ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘তৈরি হয়ে যান, ১৪ এপ্রিল থেকে হট🙈 সিটে বসার জন্য। রেজিস্টেশন করুন, সঠিক উত্তর দিন এবং চলে আসুন অনুষ্ঠানে।’
সোনি এন্টারটেইনমেন্ট-এর তরফ থেকে প🏅োস্ট করা এই ভিডিয়ো দেখে স্পষ্ট হয়ে যায়, কৌন বানেগা ক্রোড়পতি অনুষ্ঠানের আগামী পর্বেও দেখা যাবে অমিতাভকে। অমিতাভের কর্ম বিরতি নেও💧য়ার ঘোষণা নেহাতই ছিল গুজব, এই বছরেও তাঁকে দেখা যাবে অনুষ্ঠানের সঞ্চালনা করতে।
আরও পড়ুন: বলিউডে প্রত্যাবর্তন ফাওয়াদের,সমর্থন জানিয়ে সুস্মিতা বললে🐭ন, 'শিল্পে স্বাধীনতা…'
আরও পড়ুন: টিকিট কেটেও মেলেনি হৃতিকের𒁃 ছবি, ভক্তদের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি আয়োজকদের
তবে শুধু এই🐠 অনুষ্ঠানের জন্য, অভিনেতা তাঁর আগামী প্রজেক্ট কল্কি সিনেমার দ্বিতীয় পর্বের জন্যও ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছেন। বোঝাই যাচ্ছে, শারীরিক অসুস্থতার জন্য তিনি সাময়িকভাবে বিরতি নেওয়ার কথা ভাবলেও কাজ থেকে কিছুতেই দূরে থাকতে পারবেন না তিনি।