আইপিএলে ২০২৫-এ একের পর এক অসাধারণ সব ক্যাচ হচ্ছে। যা দেখে চোখ কপালে তুলছে ক্রিকেট মহল। সাধার দর্শকেরাও বুঝে পাচ্ছেন না, ক্রিকেট খেলা হচ্ছে নাকি জিমন্যাস্টিক। সোমবার (১৪ এপ্রিল) একানা ক্রিকেট স্টেডিয়ামে ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের একেবারে শুরুতেই দেখা গেল আরও একটি অসাধারণ ক্যাচ। প্রথম ওভারের শেষ বলে পিছনে দৌড়ে কিছুটা ডাইভ দিয়েই ক্যাচ নেন রাহুল ত্রিপাঠি। এক কথায়, অনবদ্য ক্যাচ। রাহুল ত্রিপাঠি এই দুরন্ত ক্যাচটি ধরায় সাজঘরে ফিরত📖ে হয় এডেন মার্করামের মতো তারকা ক্রিকেটারকে। এটা ব𝕴ড় অক্সিজেন ছিলেন সিএসকে-র জন্যও।
এভাবেও ক্যাচ ধরা যায়!
এই ম্যাচে চেন্নাই সুপার কিংস টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ജত নেয়। সিএসকে-র জন্য এই ম্যাচটি জেতা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে শুরুটাও বেশ ভালো করেছে। যাইহোক লখনউ ব্যাট করতে নামলে সিএসকে-র হয়ে প্রথম ওভারে বল করতে আসেন খলিল আহমেদ। তাঁর ওভারের শেষ বলে ঘটে ঘটনাটি। আক্রমণাত্মক ওপেনার ব্যাটার মার্করাম খলিলের বলে একটি বড় শট খেলার চেষ্টা করেছিলেন। তবে, বলটি তাঁর ব্যাটে লেগে একেবারে অনেক উপরে উঠে যায়।
রাহুল ত্রিপাঠি লেগ সাইডের দিকে ফিল্ডিং করছিলেন। উপরে🧔 উঠে যাওয়া বলটি লক্ষ্য করে তিনি দৌড়তে থাকেন পিছনের দিকে। বল থেকে চোখ সরাননি। এবং ডাইভ দিয়ে একেবারে নিখুঁত ভাবে ক্যাচটি ধরেন। রাহুল ত্রিপাঠির এই ক্যাচ দেখে অবাক হয়ে যান এডেন মার্করাম নিজেও। ভাবতেই পারেননি তিনি আউট হয়ে যাবেন। শুধু তাই নয়, স্টেডিয়ামে উপস্থিত প্রত্যেকেই হতবাক এমন ক্যাচ দেখে। রাহুল ত্রিপাঠির এই ক্যাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে।
লখনউয়ে বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নেন ধোনি। সিএসকে এদিন দু'টি পরি🌼বর্তন করেছে দলে। ডেভন কনওয়ের পরিবর্তে শেখ রশিদকে দল❀ে নিয়েছে, আর রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় জেমি ওভারটনকে খেলাচ্ছে।
চেন্নাই সুপার কিংসের একাদশ:
শেখ রশিদ, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, জেমি ওভারটন, এমএস ধোনি, অং♍শুল কাম্বোজ, ﷺনূর আহমেদ, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা।
লখনউ সুপার জায়ান্টসের ইলেভেন:
এডেন মার্করাম, মিচেল মার্শ▨, নিকোলাস পুরান, আয়ুষ বা💮দোনি, ঋষভ পন্ত, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শার্দুল ঠাকুর, আবেশ খান, আকাশ দীপ এবং দিগ্বিজয় সিং রাঠি।