ꦫ দেব, যিশু অভিনীত খাদান ছবিটি মুক্তি পেয়েছে যে দেখতে দেখতে প্রায় পনের দিন হয়ে গেল। বক্স অফিসে তুমুল সফল এই ছবি। আর তখনই আয়োজন করা হল খাদানের স্পেশ্যাল স্ক্রিনিংয়ের। সেখানেই বসেছিল চাঁদের হাট। কারা কারা এসেছিলেন?
কী ঘটেছে খাদানের স্পেশ্যাল স্ক্রিনিংয়ে?
🃏এদিন দেব এবং যিশু সেনগুপ্ত অভিনীত খাদান ছবিটির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে এসেছিলেন 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হলের মধ্যে বসেছিলেন প্রসেনজিৎ। তাঁকে দেখেই এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেন দেব। তারপর তাঁকে জড়িয়ে ধরেন বুম্বাদা। সারেন আলাপচারিতা।
কারা কারা এসেছিলেন খাদান ছবিটির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে?
✤এদিন খাদানের স্ক্রিনিংয়ে এসেছিলেন রুক্মিণী মৈত্র। ছিলেন বিক্রম চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, বনি সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্যায়, প্রযোজক নিসপাল সিং রানে, প্রমুখ। ছিলেন খোদ দেবও।
🀅এদিন দেবকে স্পেশ্যাল স্ক্রিনিংয়ের ফাঁকে আড্ডা জমাতে দেখা যায় ছবির পরিচালক সুজিত দত্ত রিনোর সঙ্গে। তাঁরা পপকর্ন হাতে খোশগল্প জমান। সঙ্গ দেন আরও অনেকেই।
খাদান প্রসঙ্গে
𒊎খাদান ছবিটি ২০ তারিখ মুক্তি পেয়েছে। মুখ্য ভূমিকায় আছেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে। এই ছবির শেষে জানানো হয়েছে পরবর্তী ভাগ অর্থাৎ খাদান ২ আসবে।
আরও পড়ুন: 𒁏৫৫ বছর বয়সে সাতবার বিয়ে? চর্চা বাড়তেই বাংলাদেশের এমপি সোহেল তাজ বললেন, 'ব্যক্তিগত জীবন নিয়ে...'
দেবের অন্যান্য কাজ
✤বহুদিন ধরে ঘোষিত হওয়ার পর রঘু ডাকাত নিয়ে নানা জটিলতায় কারণে হয়ে ওঠেনি ছবিটি। অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে এই বছরের পুজোর সময় মুক্তি পেতে চলেছে ছবিটি। সদ্যই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক।
𒐪এছাড়া নতুন বছরেই সুখবর শুনিয়েছেন দেব। জানিয়েছেন ২০২৪ সালে অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী এবং তাঁর ত্রয়ীর ছবি মিস গেলেও ২০২৫ সালে আসছেই তাঁদের নতুন ছবি। আর সেই ছবির নাম প্রতীক্ষা হবে না। বরং নাম রাখা হয়েছে প্রজাপতি ২।