𓆉 ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আরও একবার নামবেন আগামী আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে। সেখানেই তিনি আরও একবার চেষ্টা করবেন দলকে চ্যাম্পিয়ন করার। বয়স বাড়ছে, তাই একার পক্ষে আগের মতো কারিশমা দেখানোর কাজটা হয়ত কঠিন, কিন্তু নিজের সেরাটা দিয়ে ওয়ান লাস্ট ডান্স করানোর চেষ্টা করবেন সিএসকের দর্শক, ক্রিকেটারদের। ৪ কোটি টাকায় তিনি আনক্যাপড প্লেয়ার হিসেবে খেলবেন।
♌আরও পড়ুন- এক বছরে টেস্টে ১৪৭৮ রান! যশস্বী টপকালে সানি-বীরুকে! শীর্ষে এখনও সচিন তেন্ডুলকর, কত রান?
মাহি ভেবেছিলেন সময় পাবেন-
👍আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানিয়েছেন প্রায় সাড়ে চার বছর হল। এখনও কি মনে হয়, বড্ড তাড়াতাড়ি আন্তর্জাতিক ক্রিকেটটা ছাড়া হয়ে গেছে। এই প্রশ্নের উত্তরে এক ইউটিউব চ্যানেলে মহেন্দ্র সিং ধোনি বলছেন, ‘আমি ভেবেছিলাম আমি হয়ত আরও সময় পাব, কিন্তু দুর্ভাগ্যবশত আমি খুব বেশি সময় পাইনি। তবে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে মিস করিনা, কারণ অনেক কিছু ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। আর একবার কোনও সিদ্ধান্ত নেওয়ার পর সেটা নিয়ে ভাবার আর কোনও মানেই হয় না। তাই আমি ঈশ্বরের আশীর্বাদে দেশের জন্য যা করতে পেরেছি, তাঁর জন্যই খুশি’।
𒀰আরও পড়ুন-Video-ফের ল্যাবুশানের সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউট
মাহি এখনও জনপ্রিয়তার তুঙ্গেই-
🍌আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও দেশ বিদেশের বহু তারকার থেকেও এখনও স্টারডম অনেকগুন বেশি মাহিরই। তিনি আইপিএলে ব্যাট করতে নামলে সম্প্রচারকারী সংস্থাও বাধ্য হয় কোনও বিজ্ঞাপন না দেখিয়ে স্রেফ ধোনির মাঠে নামার ছবি দেখাতে। আইপিএলেও ফিরে এসেছে আনক্যাপড প্লেয়ার রুল, অবশ্য বিসিসিআই কর্তারা দাবি করেছে এর সঙ্গে ধোনির কোনও সম্পর্ক নেই।
পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছি-
🦩ক্রিকেটর পরের জীবন কেমন কাটছে? হাসি মুখেই ৪৩ বছর বয়সী তারকা জানাচ্ছেন, ‘বেশ মজায় কাটছে অবসরের পরের সময়। পরিবার, বন্ধুদের সঙ্গে অনেক সময় কাটাতে পারছি। আরও বেশি করে বাইক চালাতে পারছি। দূরে যেতে পারিনা, সেটা আমার খুবই প্রিয় যদিও। ভালোই সময় কাটছে পরিবারের সঙ্গে, মেয়ে জিজ্ঞাসা করতে থাকে কখন বাড়ি ফিরছি ’।
দেশকে দিয়েছেন তিনটি আইসিসি ট্রফি-
🍸ক্রিকেট এবং দেশের জন্য নিজের জীবনের মাঝবয়স অবদি নিবেদন করার পর মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এখন নিজের পছন্দ, শখ, আহ্লাদের বিষয়গুলোয় আরও বেশি করে সময় দিতে পারছেন। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ ছিল মাহির। নিজের বর্ণময় কেরিয়ারে দেশকে অধিনায়ক হিসেবে এনে দিয়েছেন টি২০ বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা।