এক বছরে টেস্টে ১৪৭৮ রান! যশস্বী টপকালে সানি-বীরুকে! শীর্ষে এখনও সচিন তেন্ডুলকর, কত রান?
Updated: 31 Dec 2024, 02:44 PM ISTবর্ডার গাভাসকর ট্রফির এই সিরিজে ভারতীয়দের মধ্যে তো যশস্বীর রানই সব থেকে বেশি, সেটা স্বাভাবিক। কারণ একটি শতরান ছাড়াও জোড়া অর্ধশতরান রয়েছে তাঁর। এছাড়াও যশস্বী এক ক্যালেন্ডার ইয়ারে রানের নিরিখে টপকে গেছেন বীরেন্দ্র সেহওয়াগ, সুনীল গাভাসকরের মতো তারকাদেরও। যদিও সামনে রয়েছেন এখনই সেই সচিন তেন্ডুলকর।
পরবর্তী ফটো গ্যালারি