বাংলা নিউজ >
দেখতেই হবে > পেলিং-এর ঠাণ্ডায় জমাটি রোম্যান্স, বনফায়ারের সামনে শাহরুখের গানে নাচ কাঞ্চন-শ্রীময়ীর
পেলিং-এর ঠাণ্ডায় জমাটি রোম্যান্স, বনফায়ারের সামনে শাহরুখের গানে নাচ কাঞ্চন-শ্রীময়ীর
Updated: 31 Dec 2024, 09:06 PM IST লেখক Priyanka Mukherjee - বড়দিনে দার্জিলিং আর পেলিং ঘুরে এলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। সঙ্গে ছিলেন তাঁদের দু মাসের কন্যা সন্তান কৃষভিও। পেলিং-এর ঠাণ্ডায় জমে ক্ষীর নবদম্পতির রোম্যান্স। সোশ্যাল মিডিয়ায় সেই ঝলক শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী। বনফায়ারের সামনে শাহরুখের রোম্যান্টিক গানে জমল নাচ। কেমন কাটল কাঞ্চন ও শ্রীময়ীর ভ্যাকেশন? কলকাতার ভিড় এড়াতেই পাহাড়ে চলে যান টলিউড দম্পতি। কন্যা কৃষভিকে সামলাতে মাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন শ্রীময়ী।