🌠 ভারতীয় গ্র্যান্ডমাস্টার অরবিন্দ চিথাম্বরম বড় অঘটন ঘটিয়ে দিলেন। মার্কিন গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরাকে হারিয়ে দিলেন তিনি। বিশ্বের তিন নম্বর দাবাড়ুকে বিশ্ব ব্লিটস চ্যাম্পিয়নশিপের, তাঁদেরই দেশের নিউ ইয়র্কে গিয়ে হারিয়ে অঘটন ঘটিয়ে দিলেন ভারতের অরবিন্দ। এবছরটা ভারতের দাবার জন্য বেশ ভালোই গেল।
🍎আরও পড়ুন- এক বছরে টেস্টে ১৪৭৮ রান! যশস্বী টপকালে সানি-বীরুকে! শীর্ষে এখনও সচিন তেন্ডুলকর, কত রান?
🐽অবাছাই চিথাম্বরম এই প্রতিযোগিতায় প্রথম ৪০জন বাছাই খেলোয়াড়ের মধ্যে জায়গা পাননি। সাদা ঘুটি নিয়ে সেই অরবিন্দই নাকামুরার বিপক্ষে অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে দেন। তিন মিনিটের ব্লিটজ চেসকে বলা হয় ক্লাসিকাল চেজের থেকে কঠিন। আর সেই খেলায় সাম্প্রতিককালে নাকামুরাকে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেই ভাবা হত। কম সময়ের এই খেলায় নাকামুরা অন্যতম সফলও বটে। সেই তিনি হেরে গেলেন ভারতীয় উঠতি তারকার কাছে।
💝আরও পড়ুন-Video-ফের ল্যাবুশানের সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউট
🐼ভারতীয় গ্র্যান্ডমাস্টারদের কাছে অরবিন্দের এই পারফরমেন্স নিঃসন্দেহে বড় দৃষ্টান্ত হতে চলেছে। এর আগে অবশ্য দেশেরই সতীর্থ দাবাড়ু অর্জুন এরিগাইসির কাছে হেরে গেছিলেন অরবিন্দ, কিন্তু নাকামুরাকে হারিয়ে এই ইভেন্টে তিনি বছরের শেষে চমক দেখিয়ে দিলেন, সঙ্গে মার্কিন দাবাড়ুকেও বুঝিয়ে দিলেন তাঁকেও আরও আপডেট হতে হবে।
𒀰এই ম্যাচ হেরে নাকামুরা কতটা হতাশ সেটা বোঝা যায় খেলার শেষে। একটি ভিডিয়োতে দেখতে পাওয়ায় যায় নিজের কয়েকটা দান দেওয়া নিয়েই তিনি আলোচনা করছেন। অরবিন্দের বিরুদ্ধে তাঁর খেলা যে উন্নতমানের ছিল না, সেকথা ভালোই জানেন মার্কিন দাবাড়ু। শুরুটা ভালো করলেও নাকামুরা এই হারে খাদে পড়ে গেলেন।
♊ওপেন বিভাগে ভারতের হয়ে সর্বোচ্চ পয়েন্ট পান রমেশবাবু প্রজ্ঞানন্দ। অর্জুন এরিগাইসির থেকে ভালো কিছু আশা করলেও, তিনি ফ্যাবিয়ানো কারুয়ানার বিপক্ষে হেরে যান। এদিকে মহিলাদের বিভাবে বৈশালী রমেশবাবু দিনের খেলায় অপরাজিত ছিলেন। নকআউটে তিনি জায়গা করে নেন শীর্ষস্থানে শেষ করে। ছিটকে যান কনেরু হাম্পি।
ꦫতবে Rapid চ্যাম্পিয়নশিপে কেরুর পারফরমেন্স দেখে নাকামুরা বলছেন, ‘আমার মনে হয়ত ভারতীয় মডেলে দাবা খেলাই এখন সেরা, যা দেখতেও বেশ দৃষ্টিনন্দন। যখন দাবা সংস্থা বা সরকার কোনও খেলোয়াড়ের দায়িত্ব নেয়, তখন খেলায় ফোকাস করতে সুবিধাই হয়, মন দিয়ে খেলা যায়। ভারতের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। কারণ তাঁদের খেলোয়াড়দের দায়িত্ব ভালোভাবে নিয়েছে সেদেশের সংস্থা’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।