বড়দিনের ঠিক মুখে বড় পর্দায় মুক্তি পেয়েছে একসঙ্গে চারটি ছবি, খাদান, সন্তান, চালচিত্র এবং ৫ নং স্বপ্নময় লেন। এই চারটির মধ্যে বলাই বাহুল্য বাংলা এখন দেব থুড়ি খাদান জ্বরে 💞কাঁপছে। কিন্তু তার মাঝেও চালচিত্র ছবিটি নিয়ে সুখবর দিলেন পরিচালক প্রতিম ডি গুপ্ত।
আরও পড়ুন: রুক্মিণীকে পাশে নিয়েই বিয়ের জন্🌳য মেয়ে খুঁজছেন দেব! পাত্রীর কী কী গুণ থাকা চাই?
আরও পড়ুন: ভোজপুরির সঙ্গে বা🅷ঙালি পঞ্জাবি গানে মত্ত! ক্ষুব্ধ রানা🔜 সরকার লিখলেন, 'বাংলা গানের কি অভাব?'
চালচিত্র ছবিটি নিয়ে কী জানালেন প্রতিম?
যবে থেকে চালচিত্র ඣছবিটির টিজার বা ট্রেলার প্রকাশ্যে এসেছে তবে থেকেই দর্শকদের মধ্যে এই ছবি নিয়ে একটি প্রত্যাশা তৈরি হয়েছে। এমনকি মুক্তি পাওয়ার পরও দর্শকদের মুখে মুখেই এই ছবির প্রচার হয়েছে। আর তার জেরেই প্রথমে কম সংখ্যক হলে জায়গা পেলেও, শো কম পেলেও এবার সেটা বাড়ছে। আর সেই সুখবরই এদিন দিলেন চালচিত্র ছবিটির পরিচালক প্রতিম ডি গুপ্ত।
এদিন প্রতিম ছবিটির পোস্টার পোস্ট করে ফেসবুকের পাতায় লেখেন, 'শো বাড়ছে। নতুন সব হলে শো পাচ্ছে। সব আপ൲নাদের জন্য। আমরা পুরো টিম খুব কৃতজ্ঞ। যদি দেখা না হয়ে থাকে বা আর একবার দেখার ইচ্ছে থাকে, বছরের সেরা বাংলা ছবি চালচিত্র 🎃দেখতে পারেন।' এদিন তাঁর শেয়ার করা ছবির পোস্টারে দেখা যাচ্ছে লেখা আছে, 'আপনাদের ভালোবাসায় শীতের বড় ছবি সত্যি বড় হল।'
প্রসঙ্গত বক্স অফিসে খাদান বা সন্তানের থেকে পিছিয়ে থাকলেও মান꧟সী সিনহার ৫🅰 নং স্বপ্নময় লেন ছবিটির থেকে বেশ অনেকটাই এগিয়ে আছে চালচিত্র। মোটের উপর বেশ ভালো ব্যবসাও করছে এই ছবি।
চালচিত্র ছবিটি প্রসঙ্গে
চালচিত্র ছবিটির পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলেছে ফ্রেন্ডস কমিউনিকেশন। অভিনয়ে আছেন অনির্বাণ চক্রবর্তী, টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, রাইমা সেন, তানিকা ব🔜সু, প্রমুখ। ছবির গল্পে উঠে এসেছে শহরের বুকে পরপর মহিলাদের খুন করার ঘটনা এবং সেই সিরিয়াল কিলারকে ধরতে গিয়ে কী ঘটে সেটাও। জানা গিয়েছে এই ছবির পরবর্তী ভাগ আসতে পারে।