মেলবোর্নে ভারতীয় ক্রিকেট দল প্রায় ১২ বছর পর ফের হারের মুখ দেখেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মাঠে শেষ কয়েকটা সফরে ভারতীয় দলের পারফরমেন্স বরাবরই ভালো ছিল। বিরাট কোহ𓄧লি থেকে আজিঙ্কা রাহানে, জিতেই মাঠ ছেড়েছিলেন সাম্প্রতিক সময় ভারত অধিনায়করা। যদিও রোহিত শর্মার টিম ইন্ডিয়া বাজেভাবেই হেরেছে এই ম্যাচে, বিশাল ১৮৪ রানের ব্যবধানে।
আরও পড়ুন-‘আমি কখনও আগে দ্রাব꧅িড়কে এম♉ন উচ্ছাস করতে দেখিনি,আমার জন্যই’! কোন রহস্য ফাঁস অশ্বিনের
ভারতীয় দলের এই হারের পরই প্রশ্ন উঠছিল, শুভমন গিলকে বাদ দেওয়ার যৌক্তিকতা নিয়ে। ওয়াসিংটন সুন্দরকে খেলানো হলেও তিনি তো সেভাবে বুমরাহদের মতো বোলিংও করেননি, তাহলে কি গিল𓂃কে খারাপ পারফরমেন্সের জন্যই বাদ দেওয়া হয়েছে? যদিও রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে এসে স্পষ্ট জানাচ্ছেন, গিলকে কোনওভাবেই দল থেকে বাদ দেওয়া হয়নি। কম্বিশনেশনগত কারণেই তাঁকে বাইরে বসতে হয়েছে।
Vide🎀o-ফের ল্যাবুশানের সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউট খোয়াজা
বাদ পড়েননি গিল, স্রেফ কম্বিশনের কারণে দলে নেই-
রোহিত শর্মা গিল প্রসঙ্গে বলছেন, ‘ আমি শুভমন গিলের সঙ্গে কথা বলেছি🉐। একজন ক্রিকেটারকে যখন দলকে কোনও কারণেই বাইরে রাখা হয়, তখন তাঁর সঙ্গে কথ🌼া বলাটা জরুরি। ওকে বুঝিয়েছি, যে ও দল থেকে বাদ পড়েনি। আমাদের যেহেতু বোলিংয়ে একটু জোর বাড়ানোর দরকার ছিল তাই আমরা একজন অলরাউন্ডারকে খেলিয়েছি, যাতে আমাদের ব্যাটিংও দুর্বল না হয়ে যায়, আবার বোলিংয়েও ভেরিয়েশন বাড়ে। একজন ব্যাটারের পরিবর্তে একজন বোলার আনার পক্ষপাতি আমি ছিলাম না’।
ব্যালেন্সের কারণেই বাদ গিল-
রোহিত জানান, ‘আমরা চেয়েছিলাম অনেক গভীর ব্যাটিং লাইন আপ। আবার ২০ উইকেট নেওয়ার মতো বোলিং লাইন আপও চেয়েছিলাম। তাই দুর্ভাগ্যবশত ওকে বাদ পড়তে হয়েছে। এখানে কিন্তু ও খারাপ খেলছিল বা রানের মধ্যে ছিল না, এরকম কোনও ব্য𝓡াপার নেই। আমরা ব্যাটিং আর বোলিং দুই বিভাগেই ব্যালেনস রাখতে গিয়ে ওকে এই টেস্টের দলে রাখিনি। একান্তই কম্বিনেশনের কারণে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয় ’।
ব্যক্তিগত সিদ্ধান্ত নিই না-
ভারত অধিনায়ক আরও বলছেন, ‘আমার মনে হয় সকলকেই বুঝতে হবে যে কেউই আমরা ব্যক্তিগত সিদ্ধান্ত নিই না। আমরা সব সময়ই দলের জন্য, দলের কথা ভেবে সিদ্ধান্ত নিয়ে থাকি, যে এই ভেনুতে এই প্রতিপক্ষের বিরুদ্ধে কোন কম্বিনেশনটা ꩵঠিক হবে। সেভাবেই আমাদের প্ল্যানিং হয়। অনেক সময় দেখতে পারবে দলে অনেক পরিবর্তন হয়েছে। আবার অবেক সময় দেখতে হয়, পরিবেশ পরিস্থিতি কাকে বেশি সমর্থন করছে। যেটা দলের ভালো, যে কম্বিনেশন দলের জন্য সঠিক সেটা ধরে নিয়েই আমাদের সিদไ্ধান্ত নিতে হয় ’।