মেলবোর্নে সোমবার চতুর্থ টেস্টে পরাজিত ভারত। টিম ইন্ডিয়ার টেস্ট জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৪০ রানের। কিন্তু মাত্র ১৫৫ রানে অলআউট হয়ে যায় রোহিতরা। দ্বিতীয় ইনিংসেও ডাহা ফেল ভারতের টপ অর্ডার। শুধু মেলবোর্ন কেন, বহু দিন ধরেই এই জিনিস চলে আসছে ভারতীয় শিবিরে। তবে চায়ের বিরতির আগে ভারতের হয়ে আশা জাগিয়েছিলেন ঋষভ পন্ত এবং যশস্বী জসওয়াল। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শুরু থেকেই বেশ ভালো ফর্মে দেখাচ্ছিল যশস্বীকে। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন ঋষভ পন্ত। প্রথম ইনিংসে লুজ শট খেলে আউট হওয়ার পর এদিন যেন অন্য মানসিকতা সঙ্গে করে ক্রিজে এসেছিলেন তিনি। একটা সময় সেট হওয়ার পর যশস্বীকে উদ্দেশ্য করে তাঁকে বলতেও দেখা যায় কোনও তাড়া নেই। কিন্তু ছন্দ পতন ঘটে চায়ের বিরতির পরেই, এ যেন মুখে এক কাজে আরেক কাণ্ড। সেই বড় শট খেলতে 🍬গিয়ে আউট হয়ে যান ঋষভ।
তবে চায়ের বিরতির আগে বেশ ধৈর্য সহকারে খেলতে দেখা যাচ্ছিল তাঁকে। আগের ম্যাচে খারাপ শট খেলে আউট হয়ে যাওয়ায় তাঁর উপর ক্ষেপে গিয়েছিলেন সুনীল গাভাসকর। ধারাভাষ্য দেওয়ার সময়ই লাইভ টেলিভিশনে ঋষভের সমালোচনা করেছিলেন এই ভারতীয় কিংবদন্তি। এদিন ঋষভকে দেখে মনে হচ্ছিল সেই কথাই কানে পৌঁছেছিল তাঁর। চায়ের বিরতির ঠিক আগে যখন তিনি ক্রিজে, তখন তাঁকে বলতে শোনা যায়, ‘কোনও তাড়াতাড়ির প্রয়োজন নেই।’ যা শুনে সেই সময় কমেন্ট্রি বক্সে উপস্থিত ইরফান পাঠান এবং যতীন সাপ্র💙ু হাসতে শুরু করেন। যতীন মজা করে বলেন, ‘এবার আমরা কিছুটা হাফ ছাড়লাম।’ যদিও তাঁদের এই হাফ ছাড়া বেশিক্ষন স্থায়ী হয়নি। চায়ের বিরতির পর খেলা শুরু হতেই ঋষভ বুঝিয়ে দিলেন তিনি যেমন ছিলেন তেমনই রয়েছেন।
ট্র্যাভিস হেডের বলে উঠিয়ে বড় শট খেলতে গিয়ে আউট হন তিনি। সোজা𝐆 ক্যাচ দিয়ে বসꦏেন ডিপ লং অনে ফিল্ডিং করা মিচেল মার্শের হাতে। এদিন ১০৪ বলে ৩০ রান করেন আউট হয়ে যান তিনি। তাঁর আউট হতেই আরও ৩ উইকেট দ্রুত হারিয়ে চাপে পরে যায় ভারত। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাতছাড়া করলেন যশস্বী জসওয়াল। এদিন ২০৮ বলে ৮৪ রান করে আউট হন তিনি। আগের ইনিংসে ৮২ রানে রান আউট হয়েছিলেন যশস্বী। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য এই সিরিজে জিততেই হতো ভারতকে। ইতিমধ্যেই আগামী বছরের হাই ভোল্টেজ ফাইনালের জন্য কোয়ালিফাই করে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। এখন একটি মাত্র জায়গা ফাঁকা রয়েছে। তবে সেই স্থান ভারতের জন্য দখল করা এখন আর সম্ভব নয় বলেই মনে হচ্ছে।