বর্ডার গাভাসকর ট্রফি ২০২৪-২৫ র 🍃মাঝপথেই অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত চলতি সিরিজের তৃতীয় টেস্টটি ব্রিসবেনে খেলা হয়েছিল। এই টেস্ট ম্য🌸াচের পরেই ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।
এই টেস্ট সিরিজের প্রথম ট♛েস্টে অংশ নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিন প্রথম টেস্টে খুব ভালো পারফর্ম করেছিলেন। সম্প্রতি, অভিজ্ঞ অলরাউন🎐্ডার তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি টুইট করেছিলেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভক্তেরা এই পোস্টটি নিয়ে নানা জল্পনা করছেন। এই পোস্টটি একেবারে ধোঁয়াশা তৈরি করেছে। অনেকে এই পোসটের সঙ্গে রোহিত শর্মাকে জড়িয়ে ফেলছেন।
আরও পড়ুন… ভিডিয়ো: রোহিত ও কোহলির কি এখনই অবসর নি🧸য়ে নেওয়া উচিত? কী বললেন রবি শাস্ত্রী
কী লিখেছেন অশ্বিন?
রবিচন্দ্রন অশ্বিন তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টুইট করে লিখেছেন, ‘ভালো নেতারা তখনই আবির্ভূত হন, যখন দলের অসময়ে তারা ত্রাতা হয়ে সামনে আসেন।’ তবে ত💫িনি আরও একটি টুইট করেছেন যাতে তিনি লিখেছেন, ‘এই টুইটটি সেই লো▨কদের জন্য নয় যাদের নিজস্ব ফ্যান ক্লাব রয়েছে।’
এখানে অশ্বিনের বার্তাটি দেখে নিন:
এরপরে অনেকেই নানা জল্পনা করতে থাকেন। অনেকেই মনে করেন রোহিত প্রসঙ্গে এমন কথা লিখেছেন অশ্বিন। তবে এরপর আবারও একটি পোস্ট করꦆেছেন অশ্বিন। তিনি বুঝিয়ে দিয়েছেন এই বার্তাটি কাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন। অশ্বিন বোঝাতে চেয়েছেন এই বার্তাটি জয়সওয়ালকে উদ্দেশ্য করেই তিনি লিখেছেন। অশ্বিন লেখেনꦿ, ‘এখন একটি বার্তা লিখলে তার অন্তর্নিহিত অর্থ বেরিয়ে আসে। আমি আজ জয়সওয়ালের চমৎকার স্ক্র্যাপের কথা উল্লেখ করছিলাম। আপনারা দয়া করে থামবেন।’
আরও পড়ুন… PKL 11: ৩ বারের চ্যাম্পিয়নকে হারিয়ে 🍌প্রথমবার প্রো কাবাডি লিগের শিরোপা জিতল হরিয়ানা স্টিলার্স
অনেকেই মনে করছেন এই বার্তাটি রোহিত শর্মার জন্যই লিখেছিলেন অশ্বিন। তবে এই স্পিনার কারো🍒র নাম লেখেননি।⛎ ফলে কেউ তাঁকে এমনটা বলতে পারবেন না। আসলে রোহিত যে ভাবে ফ্লপ হয়েছেন তাতে সকলেই রোহিতকে নিয়ে প্রশ্ন তুলছেন। এই সময় অশ্বিনের পোস্ট আগুনে ঘি দিয়েছে।
যদিও রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এ খেলতে দেখা যাবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে রবিচন্দ্রন অশ্বি🍷নকে। চেন্নাই দলের হয়ে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে আবারও তাকে অংশ নিতে দেখা যেতে পারে বলে খুশি এই অভিজ্ঞ খেলোয়াড়।
আরও পড়ুন… মনে হচ্ছিল আমার খেলা ড্রয়ের দিকে যাচ্ছি🐟ল💦- ইতিহাস তৈরি করে হাম্পি নিজেই অবাক হলেন
এমনকি আইপিএলেও অশ্বিন সবসময়ই নিজের ছাপ রেখে গেছেন। বর্ডার-গাভাসকর ট্রফি ২০২৪-২৫𝓡 সম্পর্কে কথা বললে, অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ১৮৪ 🧜রানে চতুর্থ টেস্ট ম্যাচ জিতেছে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার সব খেলোয়াড়ই হতাশাজনক পারফর্ম করেছে। শুধু তাই নয়, এই জয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া।
এখন সিডনিতে ৩ জানুয়ারি থেকে শুরু হবে এই 🦋দুই দলের পঞ্চম ও শেষ টেস্ট। টিম ইন্ডিয়া অবশ্যই ফাইনাল টেস্ট জিততে চাইবে। শেষ টেস্টে টিম ইন্ডিয়া কীভাবে কামব্যাক করে সেটাই দেখা🐼র বিষয়?