টেস্ট ক্রিকেটে বারবার ব্যর্থ হয়ে আসছেন রোহিত শর্মা। একের পর এক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারছেন না তিনি। এখন তো ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর অধিনায়কত্বের বিষয়টি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন নয় যে তিনি শুধু অস্ট্রেলিয়া সফরে রান পাননি, বিগত ৫ বছর ধরে ধারাবাহিকভাবে টেস্ট ক্রিকেটে খারাপ ফর্মের মধ্যে দিয়ে চলেছেন রোহিত। টেস্ট ক্রিকেটে শেষ ১৫ ইনিংসে রোহিতের পরিসংখ্যান যথেষ্ট চিন্তাজনক। এই সময় তিনি রান করেছেন মাত্র ১৬৪, গড় ১০.৯৩। এই সময়কালে রোহিতের ব্যাট থেকে এসেছে মাত্র একটি হাফ সেঞ্চুরি। এখনও পর্যন্ত এই সিরিজে ৫ ইনিংসে ব্যাট করেছেন তিনি। রান করেছেন যথাক্রমে ১০, ৩, ৬, ৩ এবং ৯। অর্থাৎ এই সিরিজে এখনও পর্যন্ত মাত্র ৩১ রান করেছেন তিনি, গড় ৬.২। (আরও পড়ুন: 💖৩, ৬, ১০, ৩, ৯... বাংলাদেশের আশরাফুলকে 'হারিয়ে' অজি ভূমে লজ্জার নজির রোহিতের)
আরও পড়ুন: 🐻'কখনও ভাবিনি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে এভাবে অবসর নিতে দেখব'
এবার বিষয়টি নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কোনও রাখঢাক না রেখেই সমালোচনা করলেন রোহিতের। যদিও অধিনায়কত্বের বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি সৌরভ। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন, ‘রান করতে পারছে না রোহিত শর্মা। প্রথম ইনিংসে লুজ শট খেলে ও। এখনও মেলবোর্নে দ্বিতীয় ইনিংস এবং সিডনিতে আরও দু’টি ইনিংস আছে, তাই তাকে ভালো খেলতে হবে। ভারতের জ্বলে ওঠার জন্য রোহিতের প্রয়োজন হবে।’ তবে সৌরভ গঙ্গোপাধ্যায় রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করা থেকে বিরত ছিলেন। এর আগে, সুনীল গাভাসকর বলেছিলেন যে রোহিত মেলবোর্ন এবং সিডনিতে রান করতে ব্যর্থ হলে টেস্ট ছেড়ে দিতে পারেন। (আরও পড়ুন: 🌜কে বলল টেস্ট 'মৃত'? ৮৭ বছর পর… MCG-তে ভাঙল ব্র্যাডম্যান জমানার রেকর্ড)
সৌরভ বলেন, ‘আমি জানি না রোহিত মানসিকভাবে কোথায় আছে। এখনই মন্তব্য করা খুব কঠিন।’ এর আগে, অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার মার্ক ওয়াহ বলেছিলেন যে মেলবোর্ন টেস্টের গুরুত্বপূর্ণ চতুর্থ ইনিংসে যদি রোহিত রান করতে না পারেন, তবে তার অধিনায়কত্বের ব্যাটন জসপ্রীত বুমরাহকে দেওয়া উচিত। শুধু যে রোহিত শর্মা রানের জন্য লড়াই করছেন তা নয়। পার্থে সেঞ্চুরি মারলেও, বিরাট কোহলি রানের জন্য লড়াই করেছেন এবং অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে ক্রমাগত আউট হয়েছেন। কিন্তু মহারাজ মনে করেন যে বিরাট কোহলি খারাপ খেলছেন না এবং সেট হওয়ার পরেই আউট হচ্ছেন। তিনি বলেন, ‘বিরাট কোহলি🌞 খারাপ খেলছে না, কিন্তু আউট হচ্ছে। ও পার্থে সেঞ্চুরি করেছিল, প্রথম ইনিংসে (মেলবোর্ন) সেট হয়েছিল এবং চমৎকার খেলছিল।’