Chetla Theft Case:চেতলায় ১ কোটির সামগ্রী চুরির অভিযোগে বাড়ির পরিচারক-পরিচারিকা সহ ১১ ধৃত! খোয়া যায় হিরের গয়না সহ কী কী?
1 মিনিটে পড়ুন Updated: 01 Jan 2025, 09:14 AM ISTকী কী খো🌳য়া গিয়েছিল এই ভয়াবহ চুরির ঘটনায়? দেখে নিন।
কী কী খো🌳য়া গিয়েছিল এই ভয়াবহ চুরির ঘটনায়? দেখে নিন।
শহরের বুকে এক দুঃসাহসিক চুরির কাণ্ডের কিনারা ১ মাসের মধ্যে করে ফেলল কলকাতা পুলিশ। ঘটনা চেতলার। সেখানে গত ২৭ ডিসেম্বর রাতে হয়েছিল এক ভয়া๊বহ চুরি। খোয়া গিয়েছিল গয়না সহ কিছু প্রাচীন মুদ্রা। আর গয়না,ꦡ যে সে গয়না নয়! হিরে, সোনার বহুমূল্য গয়না গিয়েছিল খোয়া। সেই ঘটনার কিনারা করতে নেমে সদ্য ১১ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন বাড়ির কয়েকজ পরিচারক পরিচারাকাও।
এক দিনে সরানো হয়নি এই বহুমূল্য় সামগ্রী। ধীরে ধীরে চলেছে চুরির কাজ। গত ২৭ ডিসেম্বর এই চুরির ঘটনার অভিযোগ আসে। অভিযোগ করেন চেতলা নিবাসী শিল্পপতি অমিত সিং। জানা যায়, হিরের গয়না সহ একাধিক সামগ্রী হয়েছে চুরি। এই খোয়া যাওয়া সামগ্রীর মূল্য ছিল ১ কোট🥃ি টাকা। জানা যাচ্ছে, ২৪ ডিসেম্বর এই চুরির ঘটনা ঘটে। তারপর ২৭ ডিসেম্বর পুলিশের দ্বারস্থ হন অমিত সিং। প্রথমে বাড়ির সকলে মিলে কিছু দিন খোয়া যাওয়া সামগ্রীগুলি খুঁজতে থাকেন, অমিত ও তাঁর পরিবার। তারপর তা না পেয়েই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। পুলিশের কাছে অভিযোগ গেলে তারা নামে তদন্তে। তদন্তে নেমে মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। সূত্রের দাবি, তারপর জানতে পারে, একদিন বা ২ দিনের কাণ্ড নয়, গত ২ বছর ধরে আস্তে আস্তে চুরির কাণ্ড ঘটে গিয়েছে বাড়িতে।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ১১ জনের মধ্যে রয়েছেন অমিত সিংয়ের বাড়ির কয়েকজন ꧅পরিচারক ও পরিচারিকারা। জানা যাচ্ছে, ৭ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে চুরির একটা বড় অংশ কার্যকরি হয়ছে। বাড়ির ৩ পরিচারক-পরিচারিকার বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকে। অভিযুক্তের তালিকায় উঠে আসেন বাড়ির পরিচারক সমর নস্কর, ঝুমা দাস ও সুপ্রিয়া পুরকাইত। অভিযোগকারীরা বলছেন, তাঁজের বাড়িতে ওই পরিচারক, পরিচারিকারা মিলে ঘর দেখাশোনা, রান্নাবান্না ও শিশুকে দেখভালের কাজ করতেন। আর এই পরিচারক পরিচারিকারা 🧸মিলেই এই কর্মকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ। পুলিশ এদিকে, তদন্তে নেমে প্রথমেই সরস্বতী রায় নামে এর পরিচারিকাকে গ্রেফতার করে। তাকে জেরা করে উঠে আসে ঝুমা দাসের নাম। গত ৩০ ডিসেম্বর ঝুমার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয়, চুরি যাওয়া গয়না আর প্রাচীন মুদ্রার একটা বড় অংশ।