By Abhisake Koley
Published 30 Dec, 2024
Hindustan Times
Bangla
Year Ender 2024: ২০২৪ সালে টেস্টে সব থেকে বেশি উইকেট কাদের? বুমরাহর ধারেকাছে কেউ নেই
২০২৪ সালে টেস্টে সব থেকে বেশি উইকেট নেওয়া ১০ বোলারের তালিকায় চোখ রাখুন।
১. ২০২৪ সালে টেস্টে সব থেকে বেশি ৭১টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ।
২. ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন নিয়েছেন ৫২টি উইকেট।
৩. ইংল্যান্ডের শোয়েব বশির নিয়েছেন ৪৯টি উইকেট।
৪. নিউজিল্যান্ডের ম্যাট হেনরি নিয়েছেন ৪৮টি উইকেট।
৫. ভারতের রবীন্দ্র জাদেজা নিয়েছেন ৪৮টি উইকেট।
৬. শ্রীলঙ্কার প্রবথ জয়সূর্য নিয়েছেন ৪৮টি উইকেট।
৭. ভারতের রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ৪৭টি উইকেট।
৮. অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স নিয়েছেন ৩৭টি উইকেট।
৯. শ্রীলঙ্কার অসিথা ফার্নান্ডো নিয়েছেন ৩৭টি উইকেট।
১০. নিউজিল্যান্ডের উইলিয়াম ও'রোর্ক নিয়েছেন ৩৬টি উইকেট।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88