Hindustan Times
Bangla

ঋষভ পন্তের আউটের পরেই কি মেলবোর্নে বেজে গিয়েছিল টিম ইন্ডিয়ার হারের সুর।

কীভাবে ড্র হতে যাওয়া ম্যাচটা হেরে গেল টিম ইন্ডিয়া? সূত্রপাত কী পন্তের আউটের পরেই শুরু হয়েছিল?

ম্য়াচে ভারতের দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে তিন উইকেট হারানোর পরে ঋষভ পন্ত মাঠে নামেন।

এরপরে ৫৮.৪ ওভারে ট্র্যাভিস হেডের বলে মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ঋষভ পন্ত।

এই সময়ে ১২১ রানে চার উইকেট হারায় টিম ইন্ডিয়া।

ঋষভ পন্তকে আউট করার পরে ট্র্যাভিস হেড এমন একটি একটি ইঙ্গিত করেন যা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল।

দলের রান যখন ১২১ তখন আউট হন পন্ত, এরপরে ১৫৫ রানে শেষ হয়ে যায় গোটা দল।

পন্ত আউট হওয়ার পরে মাত্র ৩৪ রানেই গুটিয়ে যায় গোটা টিম ইন্ডিয়া।

এই কারণেই বিশেষজ্ঞরা মনে করছেন ঋষভ পন্ত আউট হতেই ম্যাচ হেরে যায় টিম ইন্ডিয়া।    

caco88