Hindustan Times
Bangla

২০২৪ সালটা ভারতের মহিলা দলের ব্যাটার স্মৃতি মন্ধানার জন্য দারুণ কেটেছে।

সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে সর্বাধিক রান করেছেন স্মৃতি।

একদিনের ক্রিকেটে স্মৃতি ২০২৪ সালে ৭৪৭রান হাঁকিয়েছেন।

এই সময়ে স্মৃতি ৫৭.৪৬ গড়ে ৯৫.১৫ স্ট্রাইক রেটে এই স্কোর করেছেন। 

স্মৃতির পরে এই তালিকায় রয়েছেন লরা উলভার্ট। ODI-এ তাঁর সংগ্রহ ৬৯৭ রান। 

এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ট্যামি বিউমন্ট। ৫০ ওভারের ম্যাচে ৫৫৪ রান করেছেন তিনি।

২০২৪ সালে টি টোয়েন্টি ক্রিকেটেও সর্বাধিক রান করেছেন স্মৃতি মন্ধানা।

৪২.৩৮ গড়ে ১২৬.৫৩ স্ট্রাইক রেটে ৭৬৩ রান করেছেন স্মৃতি।

এই তালিকায় দুই নম্বরে রয়েছেন চামারি আতাপাত্তু ও তিনে আছেন এশা ওঝা।

caco88