By Priyanka Mukherjee
Published 31 Dec, 2024
Hindustan Times
Bangla
ধোনির 'এক্স', রাই লক্ষ্মীর রূপের আগুনে পুড়ছে নেটপাড়া
দক্ষিণী সিনেমার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম রাই লক্ষ্মী। তাঁর হট অবতারে কুপোকাত নেটপাড়া
রাই লক্ষ্মী সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় এবং ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ অনুগামী রয়েছে। একটা সময় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সম্পর্কের জেরে চর্চায় উঠে আসেন
আফটার পার্টিতে প্রায়শই একসঙ্গে দেখা যেত দুজনকে, ধোনি সেই নিয়ে একটা শব্দও খরচ করেননি
শুরুতে সম্পর্কের কথা মানলেও পড়ে পালটি খান নায়িকা। দক্ষিণের সুন্দরীর বিকিনি অবতার ভক্তদের ঘাম ঝরাচ্ছে।
রাই লক্ষ্মীর বোল্ড ছবি সোশ্যাল মিডিয়ার পারদ চড়িয়েছে ডিসেম্বরের শীতেও
২০১৪ সালে মাহির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খুল্লমখুল্লা কথা বলেছিলেন রাই লক্ষ্মী, সেই সময় সাক্ষীর সঙ্গে সুখের সংসার ধোনির
পরবর্তীতে ধোনির সঙ্গে সম্পর্ককে একটা দাগ বলে উল্লেখ করেন রাই লক্ষ্মী। ধোনির সঙ্গে সম্পর্কে পাঠ চুকেছে বহুদিন
৩৫ বছর বয়সী নায়িকা এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। তবে মাঝেমধ্যেই তাঁর প্রেমচর্চার খবর ভেসে আসে
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88