সাম্প্রতিক সময়ে অনলাইন বা সাইবার প্রতারণা বেড়েই চলেছে। আর এর জন্য নিত্যনতুন পন্থা অবলম্বন করছে স✨াইবার প্রতারকরা। তাদের ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ। আর এবার হরিয়ানায় একেবারে নয়া পদ্ধতিতে একটি সাইবার প্রতারণার ঘটনা সামনে এল। এক বিজেপি নেতার নাম করে অনলাইনে অর্ডারের নামে সাড়ে ১২ হাজার টাকার প্রতারণার অভিযোগ উঠল। এমনই অভিযোগ উঠেছে হরিয়ানার জিন্দে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: কলকাতায় ১ বছরে ১০০ কোট𒐪ির সাইবার প্রতারণা, উদ্ধার হয়েছে মাত্র ১৫ শত🅘াংশ
জানা গিয়েছে, বিজেপির সিনিয়র নেতা রাজ সিং সাইনির নাম করে জিন্দের বাটক চকে একটি ধাবার মালিকের কাছ থেকে অনলাইনে এই পরিমাণ মূল্যের খাবার অর্ডার করা হয়েছিল। ধাবার মালিক জানান, একজন হোয়াটসঅ্যাপে তাকে ফোন করেছিলেন। ফোনের উপরে থাকা ব্যক্তি নিজেকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক রাজ সাইনির লোক বলে দাবি করেন। তিনি বলেন, যে ডাক্তারদের একটি সম্মেলন আয়োজন করা হয়েছে। তাতে অংশগ্রহণকারী ডাক্তারদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে। এরজন্য ওই ব্যক্তি সাড়ে ১২,৫০০ টাকার একটি বিশেষ থালি সহ কিছু খাবারের অর্ডার দিয়েছিলেন। তবে ধাবা মালিক জানান, সেখানে এই খাবার এখন পাওয়া যাচ্ছে না। এরপর ওই ব্যক্তি ধাবার মালিককে একটি মোবাইল নম্বর দেন এবং খাবার 💜অর্ডার করার জন্য তাকে সেইꦛ নম্বরে যোগাযোগ করতে বলে। ফোনের ওপারে থাকা ব্যক্তি আশ্বস্ত করেছিলেন যে দুটি বিল একসঙ্গে মেটানো হবে।
ধাবার মালিক জানান, তাঁকে যে ফোন নম্বর দেওয়া হয়েছিল সেটি একটি খাদ্য ডেলিভারি♊ সংস্থার সঙ্গে যুক্ত ছিল। ফলে তিনি প্রথমে প্রতারণার ছক বুঝতে পারেননি। তাই তিনি খাবারের জন্য সাড়ে ১২ হাজার টাকা পেমেন্ট করেছিলেন। শুধু তাই নয় প্রতারকরা তার আস্থা অর্জনের জন্য একটি হাসপাতালের নামে ২৭ হাজার টাকার ভাউচারের স্ক্রিনশটও পাঠিয়েছিল। কিন্তু, ধাবার মালিকের কাছে অর্ডার করা খাবার না পৌঁছলে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। এরপর ওই ব্যক্তিকে ফোন করেন। কিন্তু, তিনি জানিয়ে দেন ডাক্তারদের সম্মেলন শেষ হয়ে গিয়েছে এবং অর্থ প্রদান করা হয়েছে। আর সেই সঙ্গে ধাবার মালিককে তিনি দরিদ্রদের মধ্যে খাবার বিলি করার পরামর্শ দেন। তখন তিনি বুঝতে পারেন প্রতারণার স্বীকার হয়েছেন। এরপর মালিক সরাসরি রাজ সাইনির সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু, তিনি খাবার অর্ডারের কথা অস্বীকার করেন। ঘটনায় থানায় অভিযোগ জানান ধাবার মালিক।