২০২৪ শেꦯষ, এবার পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর পালা। ৩১ ডিসেম্বর নাইট সপরিবারে পার্টি করে সেলিব্রেট করলেন রণবীর-আলিয়া। ছেলে-মেয়ে, বউমা-জামাই আর নাতনিদের নিয়ে সপরিবারে নিউ ইয়ার সেলিব্রেশনের ভিডিয়ো ও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নীতু কাপুর।
নীতু কাপুর নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে যে নিউ ইয়ার সেলিব্রেশনের ভিডিয়ো পোস্ট করেছেন, সেখানে তাঁদের পরিবারের সকলকে একসঙ্গে পার্টি করতে দেখা যাচ্ছে। ৩১ তারিখ রাতে ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই রণবীরকে ছুটে গিয়ে আলিয়াকে শক্ত করে জড়িয়ে ধরতে দেখা ওযায়। চারিদিকে তখন বাজি ফাটতে শুরু করেছে। সেখানে উপস্থিত পরিবারের অন্যান্যদেরও তখন হল্লোড় করতে দেখা গেল।
নীতু কাপুরের শেয়ার করা স্বাগত ২০২৫-এর ছবিতে তাঁদের গোটা পরিবারকেই একসঙ্গে দেখা﷽ যাচ্ছে। সেখানে রণবীর কাপুরকে কালো শার্ট আর ট্রাউজারে দেখা যাচ্ছে। রাহাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কাপুর পুত্র। ছোট রাহা পরেছিল লাল-সাদা সুন্দর একটা ফ্রক, মাথার চুল তার লাল ফিতে দিয়ে বাঁধা। আলিয়ার পরনে ছিল কালো শর্ট ড্রেস। মেয়ের ঠিক পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল সোনি রাজদানকে। তাঁর পরনে সুন্দর একটౠা লাল ড্রেস। ভাই রণবীরের পাশে দেখা গেল ঋদ্ধিমা কাপুর সাহানিকে। তার পরনে কালো ট্রাউজার আর গোল্ডেন টপ। নীতু কাপুর পরেছিলেন কালো স্লিট লং ড্রেস। কাপুর পরিবারের জামাই ভরত সাহানিকে দেখা গেল সবুজ ট্রাউজার আর কালো শার্টে, তাঁর হাতে ছিল ওয়াইনের গ্লাস। রণবীরের ভাগ্নী সামাইরাকে দেখা গেল নীল জিন্স আর কালো টি-শার্টে। নিজের পোস্টের ক্য়াপশানে নীতু শুধু ২০২৫ লিখে লাভ আর ফ্লাওয়ার ইমোজি শেয়ার করেছেন।
আরও প🍃ড়ুন-২০২৪-২০২৫এ পা রাখার মুহূর্তেও ঝোড়ো ব্যাটিং 🐭চালালো পুষ্পা ২, সেখানে বেবি জন-এর হাল কি?
৩১ ডিসেম্বর রাতে পার্টির আরও কিছু ছবি শেয়ার করেছেন নীতু। যার কোনওটিতে তাঁকে মেয়ে ঋদ্ধিমা আর নাতনি সামাইরার সঙ্গে দেখা যাচ্ছে। আবার কোনওট൩িতে ছেলে রণবীরও এসে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন। আবার কোনওটিতে শুধুই রণবীর-নীতুকে দেখা যাচ্ছে🌜। অন্যদিকে নিউ ইয়ার সেলিব্রেশনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ঋদ্ধিমা কাপুর সাহানিও। যার ক্যাপশানে তিনি লিখেছেন, ‘পার্টি সবে শুরু হয়েছে, এবং ২০২৫ আরও উজ্জ্বল করতে প্রস্তুত! #NewYearVibes শুভ নববর্ষ ইন্সটা ফ্যাম।'
কাজের ক্ষেত্রে আলিয়া সম্প্রতি ‘আলফা’র শুটিং শেষ করেছেন। খুব শীঘ্রই তিনি রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয়লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং শুরু করবেন। আবার দীনেশ ভিজানের সঙ্গে একটা ফিচার ফিল্ম নিജয়েও কথা বলছেন তিনি।
অন্যদিকে রণবীর কাপুরꦉকে সঞ্জয়লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছাড়াও নীতিশ তিওয়ারি-র রামায়ণ-এ দেখা যাবে। এই মুহূর্ত রামায়ণ-ই রণবীরের জীবনে অন্যতম বড় এবং ༺আলোচিত সিনেমা।