গর্ভাবস্থায় সকলেরই কম বেশি শারীরিক সমস্যা দেখা যায়। কিন্তু অভিনেত্রী গাল গ্যাডট যে চ্য🐻ালেঞ্জগুলির মুখো🎃মুখি হয়েছিলেন, তা সত্যিই অকল্পনীয়। সম্প্রতি Instagram পোস্টে সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করলেন তিনি।
ইনস্টাগ্রাম পোস্টে গাল জানান, গর্ভাবস্থার অষ্টম মাসে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধতে থাকে তাঁর। রীতিমতো যুদ্ধ করে সেই মাসগুলি কাটিয়েছিলেন তিনি। ২০২৪ যে এত বড় শিক্ষা দেবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। এই গল্পটির মাধ্যমে সকলের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে পারবেন বলেই তিনি এই𓆏 পোস্ট করছ𒉰েন।
আরও পড়ুন: ৩১-এ ‘কাজ বন্ধ’, গোটা রাত জুড়ে শহরে ‘পার্টি’ করবে কলꦯকাতা ট্রাফিক পুলౠিশ! আমন্ত্রিত কারা?
আরও পড়ুন: ‘সবাই চুপ…’, মায়ের কার্বন কপি তো! আলিয়াকে নকল🦩 করল খুদে রাহা, দেখুন মিষ্টি ভিডিয়ো
গাল লেখেন, ফেব্রুয়ারিতে অর্থাৎ গর্ভাবস্থার অষ্টম মাসে হঠাৎ করেই মস্তিষ্কে রক্ত জমাট বাঁধতে শুরু করে। কয়েক সপ্তাহ ধরে অসহ্য মাথা যন্ত্রণা সহ্য করেছিলাম। তারপর আর বিছানা থেকে উঠতে পারিনি। অবশেষে এমআরআই করে পুরো বি🥀ষয়টি জানতে পারি। এক মুহূর্তে আমার পরিবার এবং আমি ভেঙে পড়েছিলাম মানসিকভাবে। শুধু চেয়েছিলাম কীভাবে নিজেকে শক্ত রাখবো এবং বাঁচিয়ে রাখবো।
গাল আরও লেখেন, এই কটা মাস🙈 আমি অনেক কিছু শিখেছি। রিপোর্ট হাতে পাওয়ার পরেই আমি অনিশ্চয়তা এবং ভয়ের মধ্যেও ঠিক করি যে অস্ত্রপ্রচার করতে হবে। আমার মেয়ের (অরির) জন্ম দিই আমি। অরি অর্থাৎ আলো, সে আমার জীবনে আলো হয়ে এসেছিল।
আরও পড়ুন: ২০২৪ এর শেষে দুঃসাহসি🧜ক পদক্ষেপ সারার! বিদেশের মাটিতে কী কাণ্ড ঘটালেন সচিন-কন্যা💛?
আরও পড়ুন: বক্স অফিসে সফল নয় জিগরা, তবুও ২০২৪ কী শে🍨খাল বেদাংকে?
ওয়ান্ডার ওম্যান লেখেন, এই যাত্রা আমাকে অনেক কিছু শিখিয়েছে। শরীরের যত্ন যে সবার আগে নেওয়া উচিত, তা শিখেছি আমি। শরীরে সামান্য ব্যথা বা অস্বস্তিও কিন্তু পরবর্তীকালে বিরাট আকার ধারণ করতে পারে। আমি শিখেছি, ৩০ বছরের বেশি গর্ভবতী না🌜রীদের মধ্যে মস্তিষ্কের রক্ত জমাট বাঁধার প্রবণতা লক্ষ্য করা যায়। যদিও এটি নিরাময়যোগ্য, তবে সময়মতো সনাক্ত করতে পারলে। আমি এই গল্পটি ভয় দেখানোর জন্য নয় বরং সচেতনতা বাড়ানোর জন্য শেয়ার করলাম।
প্রসঙ্গত, ২০০৮ সালে জারন ভারসানোকে বিয়ে করেন গাল। অরি ছাড়াও আরও তিনটি সন্তান রয়ে🅠ছে অভিনেত্রীর যাদের নাম আলমা, মায়া এবং ড্যানিয়েল। অভিনেত্রী শেষ অভিনয় করেছিলেন নেটফ্লিক্স-এর✃ স্পাই অ্যাকশন থ্রিলার ‘হার্ট অফ স্টোন’ সিনেমায় র্যাচেল স্টোন চরিত্রে।