দরকারের সময় ফের একবার বল হাতে ভারতীয় দলকে নির্ভরতা দিলেন জসপ্রীত বুমরাহ। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার টেল এন্ডাররা বেশ কিছু রান সংগ্রহ করেন। তবে রবিবার দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফ♓াইনালের টিকিট নিশ্চিত করার পরে ভারতের সামনে বক্সিং ডে টেস্ট বাড়তি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাই পঞ্চম দিনে জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপানো ছাড়া উপায় ছিল না ভারতের সামনে।
তবে সবার আগে অজিদের দ্বিতীয় ইনিংস তড়িঘড়ি গুটিয়ে দেওয়াই ছিল রোহিতদের প্রাথমিক লক্ষ্য। দলকে সেই লক্ষ্যে পৌঁছে দিতে বিশেষ সম⛄য় নষ্ট করেননি বুমরাহ। ম্যাচের পঞ্চম তথা 💙শেষ দিনের শুরুতেই নাথান লিয়নের স্টাম্প ছিকটে দিয়ে অজি ইনিংসে দাঁড়ি টেনে দেন জসপ্রীত।
ইনিংসে ৫ উইকেট বুমরাহর
দ্বিতীয় ইনিংসে স্যাম কনস্টাসকে বোল্ড করে উইকেট নেওয়ার কাজ শ♍ুরু করেন বুমরাহ। ন⛦াথান লিয়নের স্টাম্প ছিটকে দিয়ে ৫ উইকেটের বৃত্ত পূর্ণ করেন তিনি। টেস্ট কেরিয়ারে এই নিয়ে মোট ১৩ বার ইনিংসে ৫ উইকেট দখল করেন জসপ্রীত। মেলবোর্ন টেস্টের দুই ইনিংস মিলিয়ে বুমরাহ দখল করেন ৯টি উইকেট।
সার্বিকভাবে🅘 চলতি বর্ডার-গাভাসকর ট্রফির চার টেস্টে বুমরাহ সংগ্রহ করেন ৩০টি উইকেট। তিনি প্রথম ভারতীয় পেসার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্ট সিরিজে ৩০টি উইকেটের গণ্ডি ছুঁয়ে ফেলেন। উল্লেখযোগ্য বিষয় হল, সিডনির পঞ্চম টেস্টে মাঠে নেমে বুমরাহ গড়ে ফেলতে পারেন দুর্দান্ত একটি ব্যক্তিগত নজির। তিনি ভেঙে দিতে পারেন বিষেণ সিং বেদীর সর্বকালীন রেকর্ড।
এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিদেশ সফরে একটি টেস্ট সিরিজে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকরꦜ্ড রয়েছে বিষেণ সিং বেদীর দখলে। তিনি ১৯৭৭-৭৮ সালꦦের অস্ট্রেলিয়া সফরে সাকুল্যে ৩১টি উইকেট দখল করেন। বুমরাহ চলতি সিরিজে ইতিমধ্যেই ৩০টি উইকেট নিয়েছেন।
আরও 🤪পড়ুন:- বিদেশের মাটিতে 'সব থেকে বেশি' টেস্ট উইকেট, শামিদের টপকে সেরা ৫-এ ঢুকল⛎েন বুমরাহ
সুতরাং, সিডনির শেষ টেস্টে ১টি উইকেট নিলেই কিংবদন্তী বেদীকে ছুঁয়ে ফেলবেন জসপ্রীত। বেদীকে টপকে নতুন নজির গড়তে জসপ্রীত বুমরাহর দরকার মোটে ২টি উইকেট। সুতরাং🏅, বেদীর ৪৭ বছর আগের রেকর্ড ভেঙে জসপ্রীতের নতুন ইতিহাস গড়া কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে।
বিদেশে একটি টেস্ট সিরিজে ভারতীয় বোলারদের সব থেকে বেশি উইকেট
১. বিষেণ সিং বেদী- ৩১টি (অস্ট্রেলিয়া, ১৯৭৭-৭৮)।
২. জসপ্রীত বুমরাহ- ৩০টি (অস্ট্রেলিয়া, ২০২৪-২৫)।
৩. ভাগবত চন্দ্রশেখর- ২৮টি (অস্ট্রেলিয়া, ১৯৭৭-৭৮)।
উল্লেখ্🌠য, শুধু অস্ট্রেলিয়ার মাটিতেই নয়, বরং বিদেশে একটি টেস্ট সিরিজে সব থেকে বেশি উইকেট নেওয়া ভারতীয় পেসারে পরিণত হয়েছেন জসপ্রীত বুমরাহ।